সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী! রাগে ফেটে পড়লেন সাধারণ মানুষ

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "সন্দেশখালিতে আসার পর দেখা যাচ্ছে ভয়ের পরিবেশ গোটা এলাকায় ছেয়ে আছে। এর জন্য প্রমাণের প্রয়োজন নেই। যে এখানে এক ঘণ্টা কাটাবে, সে জানবে সন্দেশখালির অবস্থা কী।"

author-image
Tamalika Chakraborty
New Update
 sandeshkhali cm.JPG

নিজস্ব সংবাদদাতা: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "সন্দেশখালিতে আসার পর দেখা যাচ্ছে ভয়ের পরিবেশ গোটা এলাকায় ছেয়ে আছে। এর জন্য প্রমাণের প্রয়োজন নেই। যে এখানে এক ঘণ্টা কাটাবে, সে জানবে সন্দেশখালির অবস্থা কী। সন্দেশখালির ছবি পশ্চিমবঙ্গ ও তৃণমূলের জন্য ভালো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দাজ করতে পারছেন না।"

himantabis.jpg

 

 tamacha4.jpeg