নিজস্ব প্রতিনিধি: বান্দোয়ান ব্লকের লতাপাড়া আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আজ আশা, অঙ্গনওয়াড়ী দিদিমণিদের জন্য বিশেষ নিঃক্ষয় শিবিরের আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য হল স্বাস্থ্য দপ্তরের হয়ে যারা বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিসেবা পৌঁছে দেন তাদের টি.বি রোগ সনাক্তকরণ ও স্বাস্থ্য পরীক্ষা, যা জতীয় যক্ষা নির্মূলিকরণ কর্মসূচির মাধ্যমে করা হল। এই কর্মসূচিতে যক্ষা রোগ নিয়ে সচেতন করার পাশাপাশি ডাক্তার বাবু, স্বাস্থ্য কর্মী, আশা ও অঙ্গনওয়াড়ী কর্মীরা সকলেই টি.বি মুক্ত ভারত, টি.বি মুক্ত বাংলা গড়ার শপথ নেন।