নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ফের বাঁকুড়া জেলায় বিক্ষোভ অব্যাহত আশা কর্মীদের। এইবার শ’য়ে শ’য়ে আশা কর্মী বাঁকুড়া জেলার তামিলবাঁধে সমবেত হয়ে একটি মিছিলের মাধ্যমে বাঁকুড়া শহর পরিক্রমা করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে হাজির হয়ে তাদের বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিতে থাকে। আশা কর্মীদের মূল যেটা দাবি তাদের পারিশ্রমিক ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০০ টাকা করতে হবে এবং সমস্ত রকম সরকারি ছুটি তাদেরকে প্রদান করতে হবে।
তাদের অভিযোগ গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার পর আশা কর্মীদের অহেতুক দাঁড় করিয়ে রেখে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, সেটা আর চলবে না। এর পাশাপাশি আরও যে দাবিগুলি নিয়ে আজকে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন আশা কর্মীরা সেগুলি হল, তাদেরকে ইনসেনটিভ প্রদান করতে হবে।
/anm-bengali/media/media_files/2025/03/07/4GyrtR40JM5tmYouwlDF.png)
এছাড়াও তাদের যে সমস্ত বকেয়া পাওনা রয়েছে তা দ্রুত প্রদান করতে হবে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছেন, তাতে মোটেও খুশি নন আশা কর্মীরা। তাদের দাবি তাদের প্রয়োজন পড়ায় তারা অনেক আগেই স্মার্টফোন কিনে ফেলেছেন। এখন স্মার্ট ফোন দিয়ে কোন লাভ নেই। পরিবর্তে টাকা প্রদান করুক সরকার। তাদের এই সমস্ত দাবি যদি সরকার না মেনে নেয় পরবর্তীতে স্বাস্থ্য ভবন অভিযান করা সহ কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।