তৃতীয় সুফল বাংলা মৎস্য স্টলের সূচনা তিলোত্তমায়, ‘টাটকা মাছের’ সন্ধানে এই উদ্যোগ বলছেন মন্ত্রী
‘মানুষ সস্তায় কিনুক টাটকা মাছ, তাই এই ব্যবস্থা’, বলছেন রোশনি সেন
সুফল বাংলা মৎস্য স্টলের প্রথম ক্রেতা কলকাতা পুরসভার মেয়র, সুলভে কিনলেন পছন্দের মাছ
বিকাশ ভবনের সামনে আরও নামল পুলিশ বাহিনী
বিকাশ ভবন- কিভাবে মারছে দেখুন, আমাদের কোনও অন্যায় নেই- চারিদিকে শুধু বাঁধভাঙা কান্না
বিকাশ ভবন- ফের ধুন্ধুমার, ফের লাঠিচার্জ পুলিশের
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলেছেন?
এখনও ঝুলছে তালা, বিকাশ ভবনের সামনে রক্তারক্তিকাণ্ড
শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত শিক্ষকদের উপর রাজ্য পুলিশ বর্বর লাঠিচার্জ- এবার মুখ খুললেন সুকান্ত মজুমদার

বৃষ্টি শুরু হতেই রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের

হুঁশ নেই প্রশাসনের।

author-image
Adrita
New Update
gt

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ রাস্তার বেহাল দশা, হুঁশ নেই প্রশাসনের। অবশেষে পথ অবরোধ করলেন গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীরা। ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাঁটাপাহাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ ওভারলোড বালি গাড়ি চলার ফলে রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। বিশেষ করে এই বৃষ্টিতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। বড় বড় গর্তের মধ্যে জমে রয়েছে জল। ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বহু সাধারণ মানুষকে। 

পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদেরও যাতায়াত করতে নিত্যদিন সমস্যায় পড়তে হয়। যে কোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। জানা গেছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরহা হয়নি। শেষমেষ কাঁটাপাহাড়ি এলাকায় এবার পথে নামলেন এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা।

সূত্র মারফত জানা গিয়েছে যে আজ বৃহস্পতিবার সকাল থেকেই পথ অবরোধে সামিল হন এলাকার মানুষজন এবং কাটাপাহাড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীরা। রাস্তা মেরামতের দাবি না মানলে অবরোধ চলতে থাকবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে। এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে লালগড় থানার পুলিশ। পথ অবরোধের ফলে আটকে পড়েছে বহু যানবাহন। ব্যহত হয়েছে যান চলাচল।