নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ স্থায়ীভাবে স্টল করে দেওয়ার প্রতিশ্রুতি মিলতেই উঠল আমরণ অনশন। সূত্র মারফত জানা গিয়েছে যে, মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ রোডের পাশে থাকা ফুটপাতে হকারদের দোকানগুলি সরিয়ে তাদের পুনর্বাসন দিয়েছিল জেলা শিক্ষা ভবনের গলিতে। সেই গলিতে নাকি ব্যবসা হচ্ছে না। সারাদিনে বিক্রি যা হচ্ছে তাতে নিজেদের খাবারের খরচও উঠছে না। এমনই অভিযোগ করে পুনরায় দোকানগুলি নিয়ে কলেজ ও কলেজিয়েট স্কুলের প্রাচীরের পাশে পুনরায় বসতে শুরু করে।
এই ঘটনায় প্রতিবাদে নামে কলেজ ও কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ। পরে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ওই দোকানদারদের শিক্ষা ভবনের গলিতেই যাওয়ার নির্দেশ দেয়। তারপরেই আমরণ অনশন আন্দোলন শুরু করে হকাররা। কলেজ রোডের উপর ত্রিপল টাঙিয়ে গত চার দিন ধরে এই কর্মসূচি চালিয়েছিলেন। অবশেষে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে তাদের জানানো হয় দুর্গাপূজার পরে স্থায়ী ভাবে স্টল করে দেওয়া হবে শিক্ষা ভবনের গলিতে। এমনই আশ্বাস পেয়ে অনশন আন্দোলন প্রত্যাহার করলেন তারা।
এদিন আন্দোলনরতদের হাতে ওআরএস তুলে দেয় পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবসহ অন্যান্যরা। বিশ্বনাথ পাণ্ডব বলেন, " রাস্তার উপর দিনের পর দিন এভাবে অনশন আন্দোলন খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। আমরা সমস্ত কাউন্সিলররা বৈঠকে বসেছিলাম। তাতে সিদ্ধান্ত হয়েছে যে হকার ভাইদের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবি শুনে সমাধানের পথ খুঁজে বের করার। "
তবে পৌরসভার এই প্রতিশ্রুতিতে খুশি হকাররা। তারা জানিয়েছেন, ' আমরা চেয়েছিলাম আমাদের পাকাপোক্তভাবে একটি স্টল করে দেওয়া হোক। নয়তো পুরোনো জায়গায় বসার সুযোগ দিক। পৌরসভার পক্ষ থেকে পাকাপোক্তভাবে স্টল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।'
পৌরপ্রধান সৌমেন খান বলেন, " সমস্ত কাউন্সিলর ও মহকুমা শাসক বৈঠকে বসে আমাদের সিদ্ধান্ত হয়েছে হকার ভাইদের জন্য স্টল করে দেওয়া হবে। সেখানে জল, আলো, রাস্তা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে। সমস্ত খাবার দোকান এক জায়গায় থাকবে। "