নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ উচ্চ আদালতের নির্দেশে অবশেষে অবৈধ নির্মাণ উচ্ছেদ হল মেদিনীপুর শহরের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে। কয়েক বছর ধরে ওই মাঠের জায়গা দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠেছিল। বিভিন্ন সময় মেদিনীপুর পৌরসভা ও পুলিশ প্রশাসন তাদের সরানোর আবেদন করলেও কোন কাজ হয়নি ফলে বিষয়টি নিয়ে মামলা হয় উচ্চ আদালতে। ডিভিশন বেঞ্চ রায় দেয় অবিলম্বে ওই মাঠ থেকে অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে হবে। সেই মতো রবিবার বুলডোজার দিয়ে সমস্ত নির্মাণ ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত ছিল জেলা পুলিশ, প্রশাসন ও মেদিনীপুর পৌরসভা। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, "এর আগেও একাধিকবার তাদের বলা হয়েছিল নির্মাণ সরিয়ে নিতে, যাতে ভেঙে গুড়িয়ে দিলে সামগ্রীর ক্ষতি না হয়। কিন্তু তারা কোনও কর্ণপাত করেনি। এবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশে দীর্ঘ সাড়ে সাত বছর পর দখল মুক্ত করা হল অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠ। পৌরসভা, জেলা শাসক, জেলা পুলিশ সুপারের উপর নির্দেশ ছিল উচ্ছেদ করে দখলমুক্ত করতে হবে। সেইমতো এদিন যৌথ উদ্যোগে সেই উচ্ছেদ করে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠ পরিষ্কার করা হল।"