নিজস্ব সংবাদদাতা: এবার ইডির (ED) মুখোমুখি হতে একেবারে কোমর বেঁধে প্রস্তুত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। অবশেষে ইডির ডাকে সাড়া দিলেন তিনি। তবে সশরীরে নয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। গত ২৬ ফেব্রুয়ারি ইডি ফের সমন জারি করে ৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ দেয়। এর আগে আবগারি দুর্নীতি কাণ্ডে ইডির সমন সাতবার এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, আজই বাজেট পেশ করবে দিল্লি সরকার। তাই তাঁর পক্ষে আজ ইডি অফিসে যাওয়া সম্ভব নয়। কিন্তু তিনি জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রশ্নের সম্মুখীন হবেন।
অরবিন্দ আরও দাবি করেছেন, "আম আদমি পার্টি (Aam Admi Party) প্রথম থেকেই দাবি করছে, ইডির এই সমন ‘বেআইনি’।"
তবে ইডির অভিযোগ যে, দিল্লি সরকারের আবগারি নীতির মাধ্যমে ৪৫ কোটি টাকা তছরুপ হয়েছে।