নিজস্ব সংবাদদাতা : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অমিত শাহের। আমরা চাই তিনি দিল্লির জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন। আমরা কোনো ধরনের রাজনীতি চাই না, শুধু তাঁর কাজ করার আহ্বান জানাচ্ছি।"
এছাড়াও কেজরিওয়াল দাবি করেন, "আমাদের বিধায়ক নরেশ বালিয়ান গত বছর ৩৫-৪০ বার গুন্ডাদের কাছ থেকে হুমকি পেয়েছেন।" তিনি বলেন, "যদি কেউ এই ধরনের হুমকি পেয়ে থাকে এবং অভিযোগ করলে যদি বলা হয় যে তারা সহানুভূতিশীল, তাহলে সেটা সঠিক নয়।" কেজরিওয়াল আরও বলেন, "আমরা চাই অমিত শাহ দিল্লিতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমস্ত প্রয়াস চালাবেন।"