নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক অফিসে, MSME দফতরের উদ্যোগে "শিল্পীর সমাধানে" ক্যাম্পের উদ্বোধন করলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এই ক্যাম্পের আয়োজন করেছে সবং পঞ্চায়েত সমিতি এবং সবং ব্লক প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস দত্ত, বিডিও মানিক সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, বিধায়ক প্রতিনিধি বাদল বেওয়া সহ অন্যান্য অতিথিরা।
এই ক্যাম্প আট দিন ধরে চলবে, যেখানে বিভিন্ন ধরনের হস্তশিল্প এবং কাজে যুক্ত ব্যক্তিরা রেজিস্ট্রেশন করতে পারবেন। ক্যাম্পে উপস্থিত হবেন ছুতোর মিস্ত্রি, মাদুর তৈরির মিস্ত্রি, বিড়ি শ্রমিক, মাটির প্রতিমা তৈরির কারিগরসহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত মানুষ। যারা রেজিস্ট্রেশন করবেন, ভবিষ্যতে তারা লোনের জন্য আবেদন করতে পারবেন এবং সেজন্য রেজিস্ট্রেশন কার্ড পাবেন, যা তাদের কাজের সুবিধার্থে সহায়ক হবে। উদাহরণস্বরূপ, যদি কোনও মা সেলাই মেশিন কিনে এবং তার বিলসহ সমস্ত কাগজ বিডিও অফিসে জমা দেন, তবে বিডিও অফিস থেকে তাকে সহায়তা প্রদান করা হবে, যদি তার রেজিস্ট্রেশন থাকে।
আজকের অনুষ্ঠানে প্রায় ৩০০ জন নারী-পুরুষ রেজিস্ট্রেশন করেছেন। ক্যাম্পটি আগামী সাত দিন আরও চলবে, এবং এতে আরও বহু লোক উপকৃত হবেন।