নিজস্ব সংবাদদাতাঃ এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সুরে সুর মেলালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শান্তনু ঠাকুর বলছেন, ‘আগামী পাঁচ মাসের মধ্যে ওদের সরকার পড়ে যাবে’। এদিকে একই সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। তিনি বলেন, ‘বাংলার সরকার যে কোনও সময়ে পরে যেতে পারে। পশ্চিমবঙ্গের ব্যাপারে মন্ত্রক চিন্তা করবে। বাংলায় যা পরিস্থিতি তাতে যে কোনও মুহূর্তে জারি হতে পারে ৩৫৫। যে কোনও মুহূর্তে বিধায়করা মনে করতেই পারেন যে তাঁরা অন্য দলকে সমর্থন করবেন। আবার গণ আন্দোলনও হতে পারে।‘ এদিকে সুকান্ত মজুমদারের মন্তব্যকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।