নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: তক্ষক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ আলিপুরদুয়ার স্টেশনের জিআরপি। জানা গিয়েছে যে, নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় ওই ব্যাক্তিকে। ধৃত ব্যক্তির নাম মান্নান আনসারী। আরও জানা গিয়েছে যে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলার বাসিন্দা ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গ্রেফতারের পর ওই পাচাকাররীর কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি তক্ষক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে, ব্রহ্মপুত্র মেইলে চেপে তক্ষক গুলিকে মালদায় পাচার করার উদ্দেশ্যে সে স্টেশনে এসেছিলো। এরপর ওই তিনটি তক্ষককে বন দফতরের হাতে তুলে দেয় জিআরপি। ধৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।