নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ কলকাতার বটতলা এলাকায়, ৬ মাসের শিশুকন্যা কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ জন। গোপীবল্লভপুর এর বাসীন্দার। অভিযুক্তর নাম রাজিব ঘোষ। বাড়ি - গোপীবল্লভপুর থানার অন্তর্গত আলমপুর গ্রামে। বটতলা থানার পুলিশ এবং গোপীবল্লভপুর থানার পুলিশ যৌথ ভাবে ভোর রাতে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে বটতলা থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যামেরার সামনে মুখ না খুললেও এলাকার লোকের বক্তব্য, যদি সত্যই রাজিব দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক। তবে অভিযুক্তর মা জানায় তার ছেলে বোকা কিছুটা মানসিক ভারসাম্য হীন। বাইরে কাজ করতে গেছিলো। গতকাল রাতে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। কেনো তা তিনি জানেন না।
সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল শিশু নির্যতন এর ঘটনায় কলকাতার বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করে। সিসিটিভির ফুটেজে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরত্বে এক যুবক কে ঘোরা ফেরা করতে দেখা যায়। তদন্তে নেমে জানতে পারে বটতলা এলাকার একটি দোকানে ওই ব্যক্তি কাজ করতো, তার নাম রাজীব ঘোষ। তার বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে। ওই ঘটনা সে ঘটনার পর কলকাতার বড়তলা থানা এলাকা থেকে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে নিজের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিল। ওই শিশু কন্যার অবস্থা আশঙ্কাজনক। বুধবার গভীর রাতে কলকাতার বটতলা থানার পুলিশ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুর থানার আলমপুর গ্রামে যায়। সেখানে তার বাড়ি থেকে তাকে বটতলা থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।