শুভেন্দুকে ধন্যবাদ ধৃত কুড়মি নেতার

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ধৃত মোট ৯ জন কুড়মি নেতাকে আদালতে তোলা হয়।

author-image
Pallabi Sanyal
New Update
2345


নিজস্ব সংবাদদাতা : সিআইডি নয়, জেল হেফাজতেই ধৃত কুড়মি নেতারা। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ধৃত মোট ৯ জন কুড়মি নেতাকে আদালতে তোলা হয়। আদালত থেকে বেরনোর সময় সিবিআই তদন্তের দাবি তোলেন ধৃত রাজেশ মাহাতো। সেই সঙ্গে  পাশে থাকার জন্য ধন্যবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন রাজেশ বলেন, ''আন্দোলন চলছে আগামী দিনেও চলবে।আইনের উপর আস্থা রাখছি।'' কুড়মি নেতাদের যখন আদালতে তোলা হয়, আদালতের বাইরে তখন চলতে থাকে কুড়মি সমাজের বিক্ষোভ। কোর্ট চত্ত্বরে কুড়মি মানুষদের ভিড় ছিলো চোখে পড়ার মত। মহিলারা হলুদ পতাকা নিয়ে তাদের পক্ষে স্লোগানও দেয়।