নিজস্ব সংবাদদাতা: ট্যাংরার হেলে পড়া বহুতলকাণ্ডে গ্রেফতার আরও এক প্রোমোটার। ৬ তলা দুটি বহুতলের ঠোকাঠুকি লেগে যাওয়ায় ট্যাংরার ক্রিস্টোফার রোডে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সাদা হেলে পড়া নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার সুরজিৎ মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। বহুতল হেলে পড়ার ঘটনার পর থেকে পলাতক ছিলেন সুরজিৎ।
এদিন টাকা ফুরিয়ে যাওয়ায় ছেলের কাছে এসেছিলেন অভিযুক্ত প্রোমোটার। রাত সাড়ে ১১টা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকায় ছেলের বাড়ি থেকেই ওই প্রোমোটার সুরজিৎ মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতার হন সবুজ বহুতলের প্রোমোটার রজত লি।