নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক হাজিরার তারিখ এড়ানোয় এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ করল আদালত। এম পি, এম এল এ আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৯ জুলাই আদালতে হাজিরা না দিলে সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে সৌমিত্র খাঁর বিরুদ্ধে। বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর ১৩ এপ্রিল সোনামুখী থানার মানিকবাজার এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভে যোগ দেন সৌমিত্র খাঁ। সেই বিক্ষোভে উপস্থিত থেকে সৌমিত্র খাঁ সোনামুখী থানার তৎকালীন আই সি সৌরদীপ্ত ভট্টাচার্যর বাবা মা তুলে গালিগালাজ করেন বলে অভিযোগ। ওইদিনই পুলিশ সোনামুখী থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সৌমিত্র খাঁ। সেই মামলায় আদালত বারেবারে অভিযুক্ত সৌমিত্র খাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিলেও সৌমিত্র খাঁ হাজিরা না দেওয়ায় শেষ পর্যন্ত আদালত ৯ জুলাই এর সময়সীমা বেঁধে দিল সৌমিত্র খাঁকে। ৯ জুলাই হাজিরা না দিলে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।