নিজস্ব সংবাদদাতা: প্যারোলে মুক্তি পেয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল বুধবার রাতে ৮.০৫মিনিট নাগাদ মৃত্যু হয়েছে তার মা মিনতি মুখোপাধ্যায়ের।
/anm-bengali/media/post_attachments/onecms/images/uploaded-images/2022/07/23/c7cf9c312232587672f9fb253b9549281658554692_original.jpg)
এই আবহে আলিপুর মহিলা সংশোধনগর থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, মায়ের মৃত্যুর কারণে বিশেষ আদালত তাকে দুদিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/07/Arpita-Mukherjee-4.jpg)