উড়িষ্যা বাংলা সীমান্তে উদ্ধার প্রায় ১৬ লক্ষ টাকা, গ্রেপ্তার ১

দাঁতনের উড়িষ্যা সীমান্তের বাইপাটনা এলাকায় পুলিশি নাকা চেকিংয়ে সোমবার বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, নাকা চেকিং চলাকালীন সোমবার একটি প্রাইভেটকারকে আটকে জিজ্ঞাসাবাদ করে দাঁতন থানার পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ক্কক

নিজস্ব সংবাদদাতাঃ দাঁতনের উড়িষ্যা সীমান্তের বাইপাটনা এলাকায় পুলিশি নাকা চেকিংয়ে সোমবার বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে উড়িষ্যা সীমানার বাইপাটনা এলাকাতে নাকা চেকিং চলাকালীন সোমবার  একটি প্রাইভেটকারকে আটকে জিজ্ঞাসাবাদ করে দাঁতন থানার পুলিশ। আর তখনই ওই গাড়িতে থাকা এক যুবক পালাতে চেষ্টা করলে তাকে ধরে তল্লাশি করলে তার শরীর থেকে প্রায় ১৬ লক্ষ টাকা উদ্ধার করে দাঁতন থানার পুলিশ। তবে ওই টাকা কোথা থেকে নিয়ে এসেছিল তার সদুত্তর দিতে না পারায় ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে যুবকের নাম এনামুল হোসেন, ‌বাড়ি হুগলির চণ্ডীতলা থানা এলাকায়। ধৃতের কাছ থেকে মোট ১৫ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত যুবককে গ্রেপ্তার করে সোমবার দাঁতন আদালতে পেশ করে পুলিশ। তবে যুবকের সঙ্গে থাকা অপর তিনজন প্রাইভেটকার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।