নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: মোহনপুরে বালতি ভর্তি বোমা এবং ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। তৃণমূল কর্মীদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। আটক করা হয়েছে একাধিক তৃণমূল কর্মীকে।
মোহনপুরের আতলা গ্রামের ঘটনা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। আটক তৃণমূল কর্মীদের দাবি, গোষ্ঠী কোন্দলের শিকার তারা। অপরদিকে ব্লক সভাপতি মানিক মাইতির দাবি, সমাজ বিরোধীদের বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে তারা কোন তৃণমূল কর্মী নয়। আটক হওয়া প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ পাত্রর অনুগামী এক তৃণমূল কর্মী শেখ রেজাউল আলী বলেন, “আমরা প্রথম থেকে তৃণমূল দল করি। আমরা কোনদিন মারপিট হিংসার রাজনীতি করিনি। কিছু বিজেপির লোক টিএমসি তে এসে টিকিট পেয়েছিল। ভোটের সময় কয়েকজনকে মারধর করা হয়েছিল আমাদের। ভয়ে আমরা ঘর ছেড়ে দিয়েছিলাম। ঘরে ফেরার জন্য রাজ্যের অনেক নেতৃত্বের কাছে গিয়ে আবেদন করেছি ঘরে ফিরতে পারিনি। আমরা ঘরে ঢুকেছিলাম তারপরেই পুলিশ আমাদের ধরে নিয়ে আসল”। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র আছে বলেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব।