নিজস্ব সংবাদদাতা : ব্যারাকপুরে শ্যুট আউটের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সাংসদ অর্জুন সিং। সিপি অফিসের অদূরে অবস্থিত সোনার দোকানটি। যে দোকানের ভেতরে চলে গুলি। ঘটনায় নিহত হয়েছেন দোকান মালিকের ছেলে। কীভাবে সিপি অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে এহেন ঘটনা ঘটল তাতেই তাজ্জব হচ্ছেন শাসক নেতা। শুক্রবার কড়া সুরে তিনি বলেন, ''শুধুমাত্র মোবাইলে নজরদারি চালিয়ে অপরাধীদের ধরা সম্ভব নয়। তোলাবাজি করার জন্য এই কাজ করা হয়েছে। এটা এলাকার সাংসদ হিসেবে লজ্জার।'' এরপরই করেছেন বড় ঘোষণা। অর্জুন বলেন, পুলিশ কম পড়লে তার নিরাপত্তা তুলে নেওয়া হোক। যারা তাকে সাংসদ নির্বাচন করেছেন তাদের নিরাপত্তা-সুরক্ষার দিকটা আগে বিবেচ্য। না হলে তার দিকেই আঙুল উঠবে পরে।