Big Update: ফের দল বদল! বিজেপিতে যোগ দিতেই সব ফাঁস করলেন অর্জুন সিং

সামনেই লোকসভা ভোট। তার আগে আবারও দল বদল করে বিজেপিতে যোগদান করেছেন অর্জুন সিং। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন তিনি।

author-image
Probha Rani Das
New Update
arjun singh sdn.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপিতে যোগ দেওয়ার পর অর্জুন সিং বলছেন, “আমি ২০১৯ সালে বিজেপি থেকে সাংসদ হয়েছিলাম এবং ২০২১ সালেভোট পরবর্তী হিংসার পরে, দলীয় কর্মীদের বাঁচাতে আমাকে বিজেপির থেকে দূরত্ব বজায় রাখতে হয়েছিল। তাদের হত্যা করা হচ্ছিলদেখলাম, তৃণমূল সরকার শুধু পুলিশ-গুন্ডাদের মদোতে ক্ষমতায় থাকতে চাইছে। এর সাম্প্রতিকতম দৃষ্টান্ত আমরা সন্দেশখালিতে দেখেছি। শুধু একটি সন্দেশখালি নয়, বাংলার সীমান্তবর্তী এলাকার বহু মানুষ সন্দেশখালির মানুষের মতো জীবনযাপন করছে।” 

arjun singh hj.jpg

Add 1

cityaddnew

স

স