অর্জুন বাণে বিদ্ধ তৃণমূল, এবার ৩০০ জন একসাথে ছাড়লেন দল

এবার ভাঙন ধরল উত্তর ২৪ পরগণাতেও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে যত দফা শেষ হচ্ছে, ততোই যেন তৃণমূলের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। দলের মধ্যে ভাঙন ইতিমধ্যেই স্পষ্ট, আর সেই বিষয়কেই হাতিয়ার করছে গেরুয়া শিবির। গতকাল ছিল দক্ষিণ ২৪ পরগণা জেলায় দল ভাঙনের পালা। আর এবার ভাঙন ধরল উত্তর ২৪ পরগণাতেও।

ঘাস ফুল শিবিরে বড় ভাঙন নৈহাটির জগদ্দলে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন প্রায় ৩০০ তৃণমূল কর্মী। তাতেই ভোটের মধ্যে ওই এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আর এক্ষেত্রেই অর্জুন সিং বলেছেন, “শেষ দিন যখন জাল গোটাবো সেদিন দেখবেন কোনও মাছ আর ওদিকে নেই। সব এদিকে চলে আসবে”। এই কথা বলে কিসের ইঙ্গিত দিলেন অর্জুন সিং, সেটাই ভাবাচ্ছে জেলা তৃণমূলকে।

arjun singhh1.jpg

123

Add 1