নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, বিজেপিতে যোগদান করার পর থেকেই নাকি অর্জুন সিং-এর ওপর শুরু হয়েছে বিশেষ নজরদারি। সূত্রে খবর, অর্জুন সিংয়ের গোটা বাড়ির চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।ব্য়ক্তিগত গোপনীয়তাও বজায় রাখা যাচ্ছে না, এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশের বিরুদ্ধে এই নজরদারির অভিযোগ তুলেছেন তিনি।
অর্জুন সিং-এর বলেছেন, "আমার বাড়ির চারদিকে মোট ৮২ টি ক্যামেরা লাগানো হয়েছে। আমার বাড়িতে যারা যাচ্ছে-আসছে, তাদের ছবি সিসিটিভিতে ধরা পড়ছে। ক্যামেরা থেকে ছবি দেখে পুলিশের তরফে মামলা দেওয়া হচ্ছে। আমার বাড়িতে যাতে কেউ না আসে, সেই ব্যবস্থা করা হচ্ছে।"
অর্জুন আরও বলেন, "পুরোহিতের ওপর পর্যন্ত নজরদারি করা হচ্ছে। একজন ভারতীয় নাগরিকের যে অধিকার থাকা প্রয়োজন, সেটাও থাকছে না।"