নিয়মানুবর্তিতাতেই এল সাফল্য! মাধ্যমিকে পঞ্চম রামকৃষ্ণ মিশনের অরিজিৎ মণ্ডল

শুক্রবার প্রকাশিত হল ২০২৩ এর মাধ্যমিকের ফলাফল। যদিও মেধা তালিকায় পশ্চিম বর্ধমান স্থান পায়নি। কিন্তু রাজ্যে পঞ্চম স্থানাধিকারী পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিজিৎ মণ্ডল বর্তমানে দুর্গাপুরে থাকেন।

author-image
Pallabi Sanyal
New Update
t


হরি ঘোষ, দুর্গাপুর :  শুক্রবার প্রকাশিত হল ২০২৩ এর মাধ্যমিকের ফলাফল। যদিও মেধা তালিকায় পশ্চিম বর্ধমান স্থান পায়নি। কিন্তু রাজ্যে পঞ্চম স্থানাধিকারী পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিজিৎ মণ্ডল বর্তমানে দুর্গাপুরে থাকেন। দুর্গাপুরের ইস্পাত কলোনির গুরু নানক রোডে থাকেন তিনি। বাবা ইসিএল কর্মী, তাই বাবার কর্ম সূত্রেই দুর্গাপুরে বসবাস। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৮। ভালো রেজাল্টের জন্য কৃতিত্ব দিলেন স্কুলের শিক্ষকদের। ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে, জানান অরিজিৎ। বাবা বাদল চন্দ্র মণ্ডল পাণ্ডবেশ্বর এরিয়ার ইসিএল কর্মী, মা নীলিমা মণ্ডল । মা, বাবা, দাদা পড়াশোনার ক্ষেত্রে মানসিকভাবে প্রচুর সাহায্য করেছে, এর পাশাপাশি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অন্যান্য শিক্ষকরাও  সাহায্য করেছেন, বলছেন অরিজিৎ। সকালে দু'ঘণ্টা, বিকেলে দু'ঘণ্টা ও রাতে খাওয়ার পরে দেড় ঘন্টা, এটাই পড়াশোনার রুটিন ছিল অরিজিতের। এর বাইরে স্কুলের সময় নিয়মিত চর্চা চালিয়ে গেছেন অরিজিৎ। রামকৃষ্ণ মিশনের নিয়মানুবর্তিতাতেই সাফল্য এসেছে মাধ্যমিকে, জানাচ্ছেন অরিজিৎ।