নিজস্ব সংবাদদাতা: এপ্রিল থেকে জুন, দু'মাস তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস ৷ মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, মধ্য-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে।
পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা থাকবে বলেই জানাচ্ছে আইএমডি ৷ দেশের মৌসম বিভাগের (আইএমডি) প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের উপরে থাকবে।
/anm-bengali/media/media_files/L5H9ZU1q84rkPBMPzOKt.jpg)
তিনি আরও বলেন, "এপ্রিল থেকে জুন পর্যন্ত, উত্তর ও পূর্ব ভারতের বেশিরভাগ অংশ, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷" সাধারণত, ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত চার থেকে সাত দিনের তাপপ্রবাহ রেকর্ড করা হয়। আইএমডি-র এক আধিকারিকের আগে জানিয়েছিলেন, উত্তর-পশ্চিম ভারত গ্রীষ্মের সময় দ্বিগুণ তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে।