নিজস্ব সংবাদদাতাঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় এল নতুন মোড়। টেট মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা রাজ্য সরকার। গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ জানিয়ে দিয়েছে যে, আগের নিয়োগ প্রক্রিয়াগুলিতে পড়ে থাকা শূন্যপদে ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নিয়ে সঠিক কাজ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু খুশি হয়েছেন। এই বিষয় নিয়ে তিনি বলেছেন, “আদতে সত্যের জয় হয়। প্রমাণ হল নিয়োগ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।”