নিজস্ব সংবাদদাতা : জাতিগত শংসাপত্র প্রদানের আগে পশ্চিম মেদিনীপুরে শুরু হল আবেদন জমা নেওয়া। মোট ২২৮টি ত্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জিপি লেভেল এবং দূরবর্তী স্থানে হবে ক্যাম্পগুলি। লোধার পাশাপাশি আদিম এবং দুর্বল উপজাতিদের উপর জোর দেওয়া হচ্ছে বিশেষ করে। দু সপ্তাহ ধরে চলবে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। শিক্ষা সংক্রান্ত, পেনশন সুবিধা সহ অন্যান্য সুবিধার লক্ষ্যেই জাতিগত শংসাপত্র প্রদানের আয়োজন করা।