নিজস্ব সংবাদদাতা : অ্যাপের আওতায় আসছে ই-রিকশা। ইচ্ছে মতো ভাড়া চাওয়ার অভিযোগ পেয়ে এবার এমনই অভিনব সিদ্ধান্ত নিয়ে প্রশাসন। তবে, এই অ্যাপ নিয়ন্ত্রিত ই-রিকশার সুবিধা মিলবে নিউ টাউন এলাকায়। বয়স্ক মানুষ ও যারা স্মার্ট ফোন ব্যবহারে অভ্যস্ত নন তাদের জন্য বুকিংয়ের সুবিধাও থাকছে।নিউ টাউনে এখন ৪৫০টি ই-রিকশা চলে। যার সবগুলিকেই এই অ্যাপের আওতায় আনার চেষ্টা করছে এনকেডিএ। ভাড়া বেশি চাওয়ায় লাগাম টানতে প্রতিটি রুটের জন্য ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হবে।