নিজস্ব সংবাদদাতা: ‘ভোটে লড়ার টাকা নেই’ এমনই কথা কিছুদিন আগে বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ। একই সাথে জানিয়েছিলেন এবছর তিনি আর প্রার্থী হচ্ছেন না। আর এবার সেই একই রকম কথা শোনা গেল এরাজ্য থেকেও।
এবছর আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার আর টিকিট পাননি ভোটে লড়ার। যা নিয়ে এবার কার্যত নীরবতা ভেঙে দলেরই কয়েকজনের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
তাঁর কথায়, “কেন টিকিট পেলাম না, তাঁর উত্তর দিতে পারবেন হুগলীর এক অভিজ্ঞ সাংসদ ও ২ মন্ত্রী। ভোটে লড়ার মত টাকা নেই আমার, সেটা হুগলীর এক সাংসদ ও ২ মন্ত্রী জানতেন। হয়তো এটা তারা দিদিকে বলেছেন। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি”। এদিন এই ভাবেই দলের প্রতি এবং সর্বপরী হুগলীর সাংসদের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন অপরূপা পোদ্দার।