নিজস্ব সংবাদদাতা: নিজের ফেসবুক আইডি নিয়ে এবার মজা করলেন অনুপম হাজরা। তিনি একটি মজাদার ভিডিও শেয়ার করে নিজের আইডি ফেক কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, "চারিদিকে সবার ফেসবুক আইডি ভেরিফাইড, আমিই মনে হয় একমাত্র ফেক আইডি"। তবে তিনি নিজের আইডিকে ভেরিফাইড করানোর ইচ্ছা নেই বলে জানিয়েছেন। তিনি কি জানিয়েছেন জানতে হলে ক্লিক করুন।
/anm-bengali/media/media_files/1xJ084LugUQs4PRzA8t9.jpeg)