নিজস্ব সংবাদদাতাঃ 'চোরমুক্ত বিজেপি'-র পোস্টার লাগানো হয়েছে সাঁইথিয়ায়। এদিকে এই পোস্টারিং সম্পর্কে ফের একবার বিদ্রোহের সুর শোনা গেল বিজেপি নেতা অনুপম হাজরার (Anupam Hazra) গলায়। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, “নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিস্থিত চোর ও দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো তো আমরা? এখন কেউ কেউ আদিখ্যেতা করে বলবেন "সোশ্যাল মিডিয়াতে কেন লিখছেন ?", কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই, কারণ রাজ্য বিজেপির কোনো মিটিংয়ে ডাকা হয় না, বা বারবার বলা সত্ত্বেও শোনা হয় না...”।