নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস এখন অতীত বায়রন বিশ্বাসের। সাগরদিঘিতে তৃণমূল নেত্রীর আত্মীয়কে নির্বাতনে হারিয়ে কংগ্রেসকে জয়ের মুখ যিনি দেখিয়েছিলেন তিন মাস হতে না হতেই ভোল বদলালেন সেই জয়ী প্রার্থী। আচমকাই নবজোয়ারের মাঝে অভিষক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন নিজের হাতে। পঞ্চায়েত নির্বাচনের এখনও দিন ঘোষণা হল না তার আগেই এহেন পালা বদলে ভিমড়ি খাচ্ছে অনেকেই। তবে অনেকেই আবার বলছেন যে এটা হওয়ারই ছিল। আর এসবের মাঝেই বায়রনকে খোঁচা দিয়ে পোস্ট করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তার কথায়, ''নামের শেষে বিশ্বাস থাকলেই যে বিশ্বস্ত হবে, এমন কোনো মানে নেই। বরং, আয়রন হলে গলানো মুশকিল হতো। কিন্তু এ যে বায়রন।''