নিজস্ব সংবাদদাতাঃ প্রতিনিয়ত শিলাবতী নদী থেকে দেদার চুরি হচ্ছে বালি,নৌকায় করে বালি চুরির দৌরাত্ম্য।স্থানীয় মানুষজনের অভিযোগ,প্রশাসনের কাছে খবর গেলেও প্রশাসন নিশ্চুপ।আর বালি তোলা কে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক - বিরোধী তরজা।
এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের প্রতাপপুর এলাকায়।এলাকার মানুষজনের অভিযোগ ভোর থেকে শুরু হয় নৌকোয় করে নদী থেকে বালি তোলা, আর বেলা বাড়লে বালি মাফিয়ারা গাঢাকা দেয়, কিন্তু প্রশাসনের নজরদারি নেই।তবে যাই হোক এই বালি তোলা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে শাসকবিরোধী তরজা,ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি,শাসক দলের মধ্যেই চুরি হচ্ছে নদী থেকে বালি।এ বিষয়ে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজির অভিযোগ ঘাটালে কোথাও বালি খাদান নেই,কেউ যদি বেআইনিভাবে বালি তুলে প্রশাসন বিষয়টি দেখবে।আর কোথাও সাধারণ মানুষ বালি তুললেও বিজেপি তৃণমূলের নাম জড়াচ্ছে।