কাঁথি: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১১ টা নাগাদ দিঘা থেকে পাঁশকুড়া যাওয়ার ট্রেন একটি বালি বোঝাই ইঞ্জিন ভ্যানকে সঙ্গে ধাক্কা মারে। কাঁথি স্টেশন থেকে ট্রেনটি যখন রওনা হয়েছিল, ঠিক সেই সময় মারিশদা থানা এলাকার সিলিবাড়ি রেল ক্রসিংয়ে একটি বালি ভর্তি ইঞ্জিন ভ্যান রেললাইন পার করছিল।
/anm-bengali/media/media_files/HLUtB5ORPcSd4Qhlpvgj.jpeg)
ট্রেন লাইনের ওপর খারাপ হয়ে যায় ইঞ্জিন ভ্যানটি।
/anm-bengali/media/media_files/1gHrp7DBWulgtYhRV5tn.jpeg)
ইঞ্জিন ভ্যানের চালক ইঞ্জিনভ্যানটি পারাপার করার জন্য লোকজনকে ডাকতে যায় ঠিক সেই সময়, পাঁশকুড়াগামী লোকাল ট্রেন ধাক্কা মারে ওই ইঞ্জিন ভ্যানে। ইঞ্জিন ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে দীঘা থেকে পাঁশকুড়াগামী লোকাল ট্রেনটি।
/anm-bengali/media/media_files/cKnqkxwmEa7JezPg0VBy.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Digha | panshkura | Kanthi | Train Accident | West Bengal