Maldah Shoot Out: মালদহে ফের শুটআউট!

ফের উত্তপ্ত মালদহ। বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ ২। মদের আসরে গন্ডগোলের জেরে গুলি চলছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। কিন্তু এত বন্দুক, গুলি আসছে কোথা থেকে? প্রশ্ন উঠছে নানা মহলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-01-28 at 21.07.46

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের উত্তপ্ত মালদহ (Maldah)।  বৈষ্ণবনগরে গুলিবিদ্ধ ২। মদের আসরে গন্ডগোলের জেরে গুলি চলছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। কিন্তু এত বন্দুক, গুলি আসছে কোথা থেকে? প্রশ্ন উঠছে নানা মহলে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরের বীরনগর বাজারে। আহত একজন প্রদীপ কর্মকার। বর্তমানে মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। অন্যজন নিরঞ্জন দাস। তিনি বেদরাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদের আসরে বচসা চলাকালীন এক ব্যক্তি  দুই-তিন রাউন্ড গুলি চালান। তবে কী কারণে গুলি? কোনও শত্রুতা ছিল কি না-এ নিয়ে ধোঁয়াশায় পুলিশ।