নিজস্ব সংবাদদাতা: এবার গাছ পাচারেও নাম জরালো তৃণমূল নেতার। আবাস যোজনার বাড়ি থেকে রেশনের চাল দুর্নীতি সবকিছুতেই নাম জড়িয়েছে তৃণমূলের। এবার গাছ পাচারের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে!
রামচক গ্রামে প্রবল হয়েছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! এবার গাছ কেটে পাচার করার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা চিত্ত পন্ডিত। এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ মালিকে ধরা হলে তিনি জানান, তার অনুমতি না নিয়ে ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন। দেদার গাছ কেটে বিক্রি হয়ে গেলেও পুলিশ প্রশাসন শীতঘুমে রয়েছে বলে অভিযোগ একাংশের।
কিভাবে পুলিশ প্রশাসনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনের পর দিন প্রকৃতি নির্বিচারে ধ্বংস করছে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে এই নিয়ে আবারও শাসকদলের অন্দরে তৈরি হয়েছে চাপানতোর। ব্লক প্রশাসনের আধিকারিকদের কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রাস্তার পাশে থাকা মূল্যবান গাছ কেটে পাচার করা হচ্ছে বলে দাবি সাধারন মানুষের।
পঞ্চায়েত সদস্যের মদতেই এই কাজ হচ্ছে, বলে অভিযোগ। যদিও এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। দলের অভ্যন্তরে তৈরি হয়েছে বাদানুবাদ এবং মতবিরোধ।