Breaking : নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত আরও এক ‘পার্থ-ঘনিষ্ঠ’

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই।

author-image
Debapriya Sarkar
New Update
Partha

নিজস্ব সংবাদদাতা : পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের পরদিন, সোমবার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় আরেকজন অভিযুক্ত, পার্থের ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে।

1658838344_arpita-partha.jpg

এদিন, তাকে সিবিআই-এর অফিস, নিজাম প্যালেসে তলব করা হয়, কিন্তু তিনি তদন্তে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করা হয়। সন্তুর নাম অনেক আগে থেকেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। ইডি এবং সিবিআই বারবার তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছিল।

CBI pic.jpg

২০১৪ সালের টেট পরীক্ষায় পাশ না করা অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে সন্তু গঙ্গোপাধ্যায়ের নামও জড়িয়েছে। জানা গেছে, সন্তু গঙ্গোপাধ্যায় অযোগ্য প্রার্থীদের একটি তালিকা কুন্তল মণ্ডলকে দিয়েছিলেন, এবং সেই তালিকা ছিল অয়ন শীলের মাধ্যমে পাঠানো।

partha

এছাড়া, সন্তুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি দুর্নীতির টাকা আদায় এবং বিতরণের দায়িত্বে ছিলেন। এই তদন্তের মধ্যে সন্তু গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হলো, যিনি বেহালার বাসিন্দা।