নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ আজ রাস্তায় নেমেছে। বাদ নেই স্কুলের ছাত্রছাত্রীরাও। স্কুলের ছাত্রীরাও।
/anm-bengali/media/post_attachments/87ed6c98c8abd7af16dbe7dcea4956ab7613174cc2935d2f969e22f7ba457fd8.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, সম্প্রতি মৌন মিছিল করেছিল কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। আর সেই মিছিলের পরই স্কুলের গেটে পড়ল হুমকি পোস্টার। সেই পোস্টারে লেখা, 'প্রতিবাদের আর এক নাম মৃত্যু'। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অনেক পড়ুয়ার অভিভাবকরা এই হুমকিতে কান না দিয়ে জানিয়েছেন যে, ' প্রতিবাদ জারি থাকবেই। '
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/KOLKATA-PROTESTS-696x392.jpg?compress=true&quality=80&w=376&dpr=2.6)