নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: তন্ত্রসাধনায় সিদ্ধি লাভের জন্য ৪ বছরের শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছিল গড়বেতার এক যুবকের বিরুদ্ধে। এবার মোটা টাকার বিনিময়ে লটারি জেতার ‘উপায়’ শেখান ইউটিউবে, এই অভিযোগে গড়বেতা থেকে গ্রেফতার আরও এক তান্ত্রিক। ধৃত ব্যক্তির নাম রঞ্জন বিশ্বাস। শিষ্যও ধরা পড়েছে। দুজনকেই তিন দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে বলে খবর আদালত সূত্রে।
এই দুই অভিযুক্ত তান্ত্রিক গুরু ও শিষ্যর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের সার্দা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে রঞ্জিত রুইদাস ও রঞ্জন বিশ্বাস এই দুই গুরু ও শিষ্য মিলে বশীকরণ, কালাজাদুর সঙ্গে যুক্ত। এ সব করেই সংসার চালান রঞ্জন। ইদানিং নিজের ব্যবসার প্রসার ঘটাতে ‘মায়া মোহিনী তন্ত্রগুরু’ নামে একটি ইউটিউব চ্যানেলও খুলেছিলেন। ধীরে ধীরে সেই ইউটিউব চ্যানেল এক শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়ও হচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2021/05/tantrik-puja-153078.png)