ডেবরা কলেজের মুকুটে আরো এক পালক!

ডেবরা কলেজের মুকুটে যোগ হল আরো একটি পালক। খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুরে। উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা।

author-image
Pallabi Sanyal
New Update
fgfgf


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :  বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন যে কয়েকদিন ধরে কলেজ গুলিতে এনএসএস এর কর্মসূচি চলছিল,তাদের মধ্যে সেরা হয়েছে ডেবরা কলেজ। এমনটাই জানিয়েছেন ডেবরা কলেজের অধ্যক্ষা রূপা দাশগুপ্ত।কদিই আগেই তিনি শিক্ষারত্ন পেয়েছেন।তারপর আবার সেরা। কলেজ নিয়ে তিনি খুবই গর্বিত।কয়েকদিন ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন ৫৯ টি কলেজের এনএসএস এর মেরিট দেখা হয়েছিল।সেই মেরিটেই সেরা হয়েছে ডেবরা কলেজ। বর্তমানে ডেবরা কলেজে ৩ টি ইউনিটে প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী রয়েছে।এনএসএস এ তাদের কার্যকলাপে তারা এই শিরোপা পেলো। কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার শেখ সরফরাজ আলি জানান, ''আমরা খুবই গর্বিত এই প্রাপ্যের জন্য।আমরা এই ইউনিটকে আরো সক্রিয় ভাবে কাজে লাগাবো এবং আগামীতে যা যা করনীয় অধ্যক্ষা ম্যাডামের সহযোগিতায় ইউনিট গুলিকে এগিয়ে নিয়ে যাব।''