হরি ঘোষ, দুর্গাপুর : ফের বেসরকারি কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল। বামুনাড়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে মৃত্যু হল ভিন রাজ্যের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ধনঞ্জয় মিশ্র , বয়স ২৮,উত্তরপ্রদেশের বাসিন্দা । আজ বুধবার সকালে বামুনাড়ার ওই বেসরকারি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ওপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে ওই শ্রমিকের। সহকর্মীরা সাথে সাথেই আহত শ্রমিককে নিয়ে প্রথমে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় , পরবর্তীতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শ্রমিক মহলে শোকের ছায়া নেমেছে। মৃত ধনঞ্জয় মিশ্রের পরিবারও দুর্গাপুরে এসেছে বলে জানা গিয়েছে। তবে কি ভাবে দুর্ঘটনা ঘটল বা এক্ষেত্রে কোন গাফিলতি রয়েছে কিনা সে বিষয়ে কারখানার অন্যান্য শ্রমিকরা মুখ খুলতে রাজি হয়নি। বুধবার দুপুরে শ্রমিকের দেহের ময়নাতদন্ত হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।