ফের ভাঙ্গন দেখা দিল কাঁসাই নদীতে, জলমগ্ন চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা

জলমগ্ন বহু এলাকা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ গতকাল ডেবরার ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় ফের নদীতে ভাঙন দেখা দিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল বিকেলে ডেবরার ২ নং গ্রাম ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর এলাকায় নদীতে  ভাঙন দেখা  দিয়েছে। গতকাল রাতে ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের নন্দবাড়ী এলাকায় নদীর ভাঙন হয়েছে। বর্তমানে ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তর দিকে তিন জায়গায় কাঁসাই নদীর ভাঙনের ফলে জলমগ্ন চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু জল আর জল।

উল্লেখ্য, ইতিমধ্যে ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে কোথাও শুকনো খাবার, কোথাও বা খিঁচুড়ির ব্যবস্থা করা হয়েছে। ডেবরা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার কোথাও আর চাষের জমি অবশিষ্ট নেই। সবই পুরোপুরিভাবে জলের তলায় তলিয়ে গিয়েছে।

আরও উল্লেখ্য যে, বিভিন্ন জায়গায় নদীর ভাঙনের ফলে কাঁসাই নদীর জলস্তর সাময়িক কমেছে। তবে এখনও ভাঙনগুলি থেকে লোকালয়ে হু হু করে জল ঢুকছে। এছাড়াও, ডেবরার ঝাঁপা পুলি দিয়েও এলাকায় জল ঢুকছে। যার ফলে ফসল,পুকুরের মাছ, শাকসবজি সবই জলের তলায় ডুবে গেছে। কয়েকশো মাটির বাড়ি জলমগ্ন, কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবাও  বন্ধ হয়ে গিয়েছে। তাই সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ডেবরার চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন।