মালদায় ফের বোমা বিস্ফোরণ

মালদায় ফের বোমা বিস্ফোরণ। জখম দুই নাবালক। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার চাঁদমুনি এলাকায়। গুরুতর জখম দুই নাবালক এই মুহূর্তে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।

author-image
Jaita Chowdhury
New Update
malda_blast

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মালদায় ফের বোমা বিস্ফোরণ। জখম দুই নাবালক। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার চাঁদমুনি এলাকায়। গুরুতর জখম দুই নাবালক এই মুহূর্তে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। কেন বোমা বিস্ফোরণ? তদন্তে রতুয়া থানার পুলিশ।