বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বড় ঘোষণা! ঘাটাল শহরে মিছিলে তৃণমূল কংগ্রেস

কি ঘোষণা হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
ghatalcm

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ২৬ শের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ পুর্ণাঙ্গ বাজেট আজ বিধানসভায় পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। সাথে আগামী ২ বছরের মধ্যে কাজ শেষ করার প্রস্তাবও দিয়েছেন।

বিধানসভায় বাজেট পেশে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণায় অভিনন্দন জানিয়ে ঘাটাল শহরে মিছিল করল তৃণমূল কংগ্রেস। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস ও ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের ব্যানারে ঘাটাল শহরে মিছিলটি করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিষ হুদাইত,ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি সহ ঘাটাল শহর ও ঘাটাল পৌরসভার চেয়ারম্যান সহ ব্লক ও শহর তৃণমূলের নেতা কর্মীরা। রীতিমতো ব্যানার ছাপিয়ে বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটির বরাদ্দের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন এহেন স্লোগান তুলে শহরজুড়ে মিছিল করে তৃণমূলের নেতা কর্মীরা।