তৃণমূল নেতা কোরবান শা খুনে অভিযুক্ত আনিসুর রহমানকে জামিন সুপ্রিম কোর্টের

আনিসুর রহমানকে জামিন।

author-image
Adrita
New Update
তগ্য

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল নেতা কোরবান শাহ খুনে জামিন পেলেন পাশকুড়ার বিতর্কিত বিজেপি নেতা আনিসুর রহমান। শুক্রবার সুপ্রিম কোর্ট তার জামিল মঞ্জুর করেছে। জেল মুক্তি এবার সময়ের অপেক্ষা। ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ৯ অক্টোবর। নবমীর রাতে পূর্ব মেদিনীপুরের মাইসুরা বাজারে দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের অতর্কিত আক্রমণে পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কোরবান শাহা। কিন্তু পার্টি অফিস বা বাজারে সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। আর এই সুযোগেই নিশ্চিন্তে পালিয়ে বেড়ায় অভিযুক্তরা। খুবই পেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযোগের আঙ্গুল ওঠে পাঁশকুড়ার বিজেপি নেতা আনিসুর রহমানের দিকে। নিহত নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে রাজ্য ছাড়িয়ে একাধিক স্থানে তল্লাশি অভিযানে নামে জেলা পুলিশ।

এই ঘটনায় গ্রেপ্তার হয় মোহাম্মদ  খালেক, মলয় ঘোষ,দীপক চক্রবর্তী,নবারুন মিশ্র, নিশীথ পাল নামে পাঁশকুড়ার মাইশোরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে গ্রেপ্তার হয় খড়্গপুরের সুপারি কিলার তসলিম আরিফ  ওরফে রাজা। সাগরেদ ও সহযোগীদের একের পর এক গ্রেপ্তারের খবর পেয়েও বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন আনিসুর রহমান। তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্রেফতার করা হয় তাকে।

পরবর্তীতে কুরবান খুনের মামলা থেকে বাকি অভিযুক্ত সহ আনিসুল কে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী তমলুক আদালতে এই সুপারিশ তুলে ধরা হয়। রাজ্যের সুপারিশ মেনে আনিসুর কে রিলিজ দেন তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি  জেল সুপারের কাছে ছুটে যান তমলুক মহাকুমার পুলিশ আধিকারিক অতীত বিশ্বাস। আনিসুর এর এই মুক্ত হওয়ার বিষয়টিতে প্রবল আপত্তি তুলে ছোট্ট দুই ছেলেকে নিয়ে জেলা আদালতে হাজির হন কোরবান সায়ের স্ত্রী। টানা পড়েনের জেরে রিলিজ হওয়ার ঘন্টা দুয়েকের মাথাতেই কোলাঘাট থেকে আনিসুরকে ফের গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশেষে জামিনে মুক্ত হলেন আনিসুর রহমান।