অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শনে গিয়ে হতবাক কর্মাধ্যক্ষ! তালা ঝুলছে কেন্দ্রে, দিদিমনির বিরুদ্ধে ক্ষোভ

দিদিমনির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর।

author-image
Anusmita Bhattacharya
New Update
debranews

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের টাবাগেড়্যা এলাকায় একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করতে উপস্থিত হন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে নারী শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। এদিন তিনি ওই কেন্দ্রে গিয়ে দেখেন তালা লাগানো রয়েছে। তিনি এলাকাবাসীদের জিজ্ঞাসা করায় জানতে পারেন আজ দিদিমনি স্কুল ছুটি দিয়েছে। পাশাপাশি এলাকাবাসীরা অভিযোগ করেন যে স্কুলে বাচ্চাদের পড়াশোনা করানো হয় না। খাবার ঠিক মতো দেওয়া হয় না। মাঝে মধ্যেই স্কুল বন্ধ থাকে। এই এলাকায় ৬০ জন গর্ভবতী মহিলা ও শিশুরা খাবার পায়। সেখানেও সমস্যা।

আর কর্মাধ্যক্ষকে কাছে পেয়েই ক্ষোভ জানাল সবাই। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন কর্মাধ্যক্ষ শান্তি টুডু। 

Adddd