নিজস্ব সংবাদদাতা, সবংঃ একচিলতে একটি ঘর,স্যাঁতস্যাঁতে মাটিতে বসে চলছে খুদেদের পড়াশোনা। পাশেই অস্বাস্থ্য পরিবেশে ভাঙ্গা রান্নাঘরে ফুটছে খিচুড়ি। শিশুদের পড়াশোনা করানো ও পুষ্টিকর খাবার দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্প ভুগছে উপযুক্ত পরিকাঠামোর অভাবে। এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ৮ নং সবং অঞ্চলের গৌড়বাড় বুথ এলাকার নজরুল স্মৃতি সংঘ ক্লাব অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দেখা যাচ্ছে এই অঙ্গনওয়ারী কেন্দ্রে নেই রান্নাঘর। যেটুকুই রয়েছে তারমধ্যে নেই উপরের ছাউনি। আর সেই ভাঙাচোরা রান্না ঘরেই চলছে শিশুদের খিচুড়ি রান্না। পাশেই পড়ে রয়েছে পচা আবর্জনা। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে কি সম্ভব শিশুদের রান্না ? এই নিয়ে ইতিমধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ?
অভিভাবক ও অভিভাবিকাদের অভিযোগ,দীর্ঘ কয়েক বছর ধরে উক্ত এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না ঘর ভেঙে পড়ে রয়েছে। ঝুলে রয়েছে ঘরের একাধিক অ্যাসবেস্টার। ভেঙে পড়া ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাদের খিচুড়ি রান্না করছেন কেন্দ্রের দিদিমণিরা। যা শিশুদের পক্ষে ক্ষতিকারক।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, '' পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত অঙ্গনওয়ারী কেন্দ্র ঠিক করা হয়নি। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা কথা স্বীকার করেছেন কৃষ্ণা অধিকারী, তিনি বলেন আমরা কি করবো। একটি ক্লাব ঘরে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। আমরা এই বিষয়ে বিডিও থেকে শুরু করে প্রশাসনের কর্তারা ভিজিট করে গিয়েছেন। ''
এ ব্যাপারে সবং সিডিপিও অরুণাভ মাইতি ফোনে জানান, '' ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র জন্য জায়গা খোঁজা হচ্ছে। কিন্তু আমরা জায়গা পাচ্ছি না। আমরা জায়গা সার্চ করছি। আমরা সমাস্ত লিস্ট BLRO সাহেবকে দিয়েছি। আমরাও সাহায্য করার চেষ্টা করছি। ''