নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পূর্ববর্তী সরকারের গৃহীত আবগারি নীতি নিয়ে বিধানসভায় একটি শ্বেতপত্র প্রকাশ করে বলেন, "ওয়াইএসআরসিপি শাসনকালে মদ বিক্রিতে অনিয়ম নিয়ে শীঘ্রই সিআইডি তদন্ত করবে।"
জানা গিয়েছে, মদের নামে ১০ থেকে ২৫ বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। আবগারি দফতরে শীঘ্রই অভিযান চালানো হবে বলে স্পষ্ট জানিয়ে তিনি বলেন, 'মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত সস্তা ব্র্যান্ডের মদ নিষিদ্ধ করা হবে।'