যারা ফাঁসিয়েছে তাদের নাম বলে দেব! মুখ খুলল বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত

গত বছর ২১ মার্চ বীরভূমের বগটুই গ্রামে গণহত্যার ঘটনা কাঁপিয়ে দিয়েছিল রাজ্যকে। দশজন মারা যায় ওই ঘটনায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
AnarulHak

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বগটুইকাণ্ডের এক বছর পরে বিস্ফোরক মন্তব্য করলেন গণহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনারুল হোসেন। শুক্রবার রামপুরহাটে চিকিৎসা করাতে এসে আনারুল দাবি করেন যে যারা তাকে ফাঁসিয়েছে, তাদের নাম তিনি ঠিক সময়ে বলে দেবেন। আনারুলের হুঙ্কার পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের কর্মীদের জন্য যথেষ্ট চিন্তার সেটা বলার অপেক্ষা রাখে না।

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হলেন রামপুরহাট এক ব্লকের দীর্ঘদিনের সভাপতি আনারুল হোসেন। আনারুলের ঘনিষ্ঠ তথা বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ বাড়ির সামনেই খুন হন। আনারুলের বিরুদ্ধে অভিযোগ শুনেই গ্রামে দাঁড়িয়ে নিজের দলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনারুল শুক্রবার অভিযোগ করে বলেন যে অনুব্রত মণ্ডলকে তিহাড় জেলে তৃণমূলের প্রতিনিধি দল দেখতে যায়। তিনি জেলায় আছেন অথচ কেউ তাঁর সঙ্গে যোগাযোগও রাখে না।