নিজস্ব সংবাদদাতা: ভারতে (India) বাড়ছে বেআইনি বাংলাদেশি (Bangladesh) অনুপ্রবেশ। নদীয়ার (Nadia) করিমপুরে সীমান্তবর্তী ফাঁকা জায়গায় কাঁটাতার লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।
সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার নতুন উদ্যোগ শুরু হয়েছে। জমি সমস্যার জন্য অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিল বিএসএফকে সরকারি খাস জমি দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নদীয়া জেলার করিমপুরে বেড়া দেওয়া হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে বরাবর কাঁটাতার বেড়ার ফাঁকা অংশ পূরণ করার জন্য ০.৯০ একর সরকারি খাস জমি হস্তান্তর হবে। বিএসএফ এই জমি সমস্যার কথা অনেক দিন ধরেই জানাচ্ছিল। কাঁটাতারের বেড়া দিতে ও আউটপোস্ট তৈরি করতে সমস্যা হচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর।