চোখের পলকে মাঝ নদীতে তৈরি হয়ে গেল বাঁধ! জল পাচ্ছেন না চাষিরা

হঠাৎ করেই নদীর মাঝে তৈরি হয়ে গেল আস্ত একটা বাঁধ। জল আটকে যাওয়ায় বিপাকে বহু চাষি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালি তুলতেই এই বাঁধ দেওয়া হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
COVER 1111(5).jpg

নিজস্ব সংবাদদাতা: হঠাৎ করেই নদীর মাঝে তৈরি হয়ে গেল আস্ত একটা বাঁধ। জল আটকে যাওয়ায় বিপাকে বহু চাষি ও এলাকার স্থানীয় বাসিন্দারা। অভিযোগ বালি তোলার জন্যই তৈরি হয়েছে বাঁধ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালডহরি এলাকায়।গত তিনদিনের মধ্যে হঠাৎ করেই  কাঁসাই নদীর  স্রোত আটকে বাঁধ  দেওয়া হয়। কারা করল বা  কী তাদের উদ্দেশ্য তা এখনও পরিষ্কার নয়। আর এই স্রোতকে আটকে দেওয়ার ফলে বিপাকে বহু চাষি ও স্থানীয় বাসিন্দারা।  স্থানীয় বাসিন্দারা নদীর জলে চাষবাস, স্নান করার মতো কাজ করত।  কিন্তু জলের স্তর কমে যাওয়ার কারণে  পাম্প বা মেসিন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। জল ঠিকভাবে উঠছে না। বিপাকে পড়েছেন ডেবরার রাইপুর, কনকপুর,ভাইনগর,ষাঁড়পুর,লোয়াদা,মামুদাবাদ এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  বালি তোলার জন্যই এই বাঁধ তৈরি হয়েছে। তাঁরা চাইছে দ্রুত প্রশাসন মাঝ  নদীতে  দেওয়া বাঁধ ভেঙে দেওয়া হোক। আবার স্বাভাবিক গতি ফিরে পাক কাঁসাই নদী।  অপরদিকে এই বিষয়ে ডেবরা ব্লকের বিডিও জানিয়েছেন এই বাঁধ যারা তৈরি করেছে তাদেরকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  পাশাপাশি তিনি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। বি এল আরোর সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনে ঘটনাস্থলে তিনি যাবেন বলে আশ্বাস দিয়েছেন।